বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে ইউএনওর অভিযানে ভেকু জব্দ ও চালককে কারাদণ্ড 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে ইউএনওর অভিযানে ভেকু জব্দ ও চালককে কারাদণ্ড 

নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খননের দায়ে ভেকু চালককে বিনাশ্রম কারাদণ্ড ও ভেকু মেশিন জব্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ধারাবারিষা চলনালী বিলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ডাদেশ ও ভেকু জব্দ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা.সালমা আক্তার।

সরজমিনে জানাযায়- গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা চলনালী বিলে অবৈধভাবে তিন ফসলি একই ইউনিয়নের মো.শরীফুলের জমিতে গভীর রাতে পুকুর খনন করাচ্ছিল ধারাবারিষার মাটি ব্যবসায়ী মো.হাবিব মণ্ডল ও আবু তলেব। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়। 

এসময় ভেকু চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং ভেকু মেশিন জব্দ করা হয়। এরআগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি জব্দ ও অর্থদণ্ডও করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.সালমা আক্তার বলেন- তিন ফসলি জমিতে কোনোভাবেই পুকুর খনন করতে দেয়া হবে না। পুকুর খননকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ওসি সাহেবকে বলা হয়েছে নিয়মিত মামলা রুজু করার জন্য।

টিএইচ